আস্ক টু আন্স প্লাটফর্মে আপনাকে স্বাগতম, সমস্যার সমাধান খুঁজতে প্রশ্ন করুন।।
0 টি ভোট
52 বার প্রদর্শিত
"বাংলা সাহিত্য" বিভাগে করেছেন (525 পয়েন্ট)

নিমপাতা গল্পের পাঠ বিশ্লেষণ. 

1 উত্তর

0 টি ভোট
করেছেন (525 পয়েন্ট)
◇ ওদের বাড়ির গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটার ঠিক এক দশা।

নিমগাছ তার পাতা, ছাল-বাকল, ছায়া ইত্যাদি দিয়ে মানুষের অনেক উপকার করে, কিন্তু মানুষ তার যত্ন নেয় না। বাড়ির ঘরকন্নার কাজে দক্ষ লক্ষ্মী বউটির অবস্থাও নিমগাছের মতো।

কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে।

নিমগাছ খুব উপকারী গাছ। এ গাছের ছাল সেদ্ধ করে সেই রস চর্মরোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।

◇খোস দাদ হাজা চুলকানিতে লাগবে।

দাদ, চুলকানি একধরনের চর্মরোগ। এ ধরনের চর্মরোগের জন্য নিমপাতা বেটে লাগানো হয়।

◇ চর্মরোগের অব্যর্থ মহৌষধ।

চর্মরোগের জন্য ডাক্তারের দেওয়া ওষুধের তুলনায় নিমপাতার কার্যকারিতা অনেক বেশি। শুধু নিমের পাতা নয়, নিমের ছালবাকলসহ সবই চর্মরোগের অব্যর্থ ওষুধ।

◇ কিম্বা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারি উপকার।

নিমের পাতা বেগুনের সঙ্গে ভেজে খাওয়া হয়। বেগুনসহ নিমপাতা ভাজা যকৃতের জন্য খুব উপকারী। এটি যকৃতের নানা জটিল সমস্যার সমাধান করে।কচি ডালগুলো ভেঙে চিবোেয় কত লোেক... দাঁত ভালো থাকে। দাঁতের মেসওয়াক করার জন্য নিমের কচি ডাল ব্যবহার করা হয়। দাঁতের সৌন্দর্য ও শক্তি বৃদ্ধির জন্য নিমের ডাল অতিপ্রয়োজনীয়।

◇ নিমের হাওয়া ভালো, থাক্, কেটো না। নিমের হাওয়া স্বাস্থ্যের জন্য অতি উপকারী। নিমের হাওয়া নানা রোগবালাই থেকে মানুষকে রক্ষা করে। প্রতিদিন সকালে নিমেরহা ওয়া মানুষকে সুস্বাস্থ্য দান করে। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে।

নিমগাছের শিকড় মাটির গভীরে প্রথিত, ঠিক যেমন একটি নারীর সংসারের মায়াজালে আবদ্ধ হয়ে যায়। চাইলেও সে তার মূলোৎপাটন করে সংসার ছেড়ে চলে যেতে পারে না।

Ask2Ans এ আপনাকে সুস্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং Ask2An অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পাবেন। এখান থেকে যেমন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তেমনিই এটি ব্যবহার করে আপনার জ্ঞান দিয়ে অপরকে সহায়তা করতে পারবেন। জ্ঞানার্জনের অন্যতম বাংলা প্লাটফর্ম হলো Ask2Ans, আমাদের সাথে থাকুন জ্ঞানঅর্জন করুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 78 বার প্রদর্শিত
27 ডিসেম্বর 2023 "বাংলা সাহিত্য" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 89 বার প্রদর্শিত
25 ডিসেম্বর 2023 "বাংলা সাহিত্য" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 134 বার প্রদর্শিত
0 টি ভোট
1 উত্তর 58 বার প্রদর্শিত
0 টি ভোট
1 উত্তর 112 বার প্রদর্শিত
...