আস্ক টু আন্স প্লাটফর্মে আপনাকে স্বাগতম, সমস্যার সমাধান খুঁজতে প্রশ্ন করুন।।
0 টি ভোট
114 বার প্রদর্শিত
"বাংলা সাহিত্য" বিভাগে করেছেন (525 পয়েন্ট)

একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। ব্যাখ্যা করো?

1 উত্তর

0 টি ভোট
করেছেন (525 পয়েন্ট)

১. একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। ব্যাখ্যা করো?

উত্তরঃ- নিমগাছের ফুল সম্পর্কে লেখক এ কথা বলেছেন। নিমগাছের ফুলগুলো গাছে থোকা থোকা ফুটে থাকে। ফুলগুলো যেন নক্ষত্রের মতো জুল জ্বল করছে সবুজের মধ্যে। দেখে মনে হচ্ছে যেন একঝাঁক নক্ষত্র নীল আকাশ থেকে সবুজ সাগরে নেমে এসেছে।


২. 'খোস দাদ হাজা চুলকানিতে লাগাবে' -এখানে লেখক কী বুঝিয়েছেন?

উত্তরঃ- নিমের পাতা বিভিন্ন চর্মরোগের ক্ষেত্রে ভালো ওষুধ হিসেবে কাজ করে।নিমের পাতা বিভিন্ন চর্মরোগের জন্য খুব ভালো ওষুধ। তাই অনেকে নিমের পাতা ছিঁড়ে শিলে পিষছে। আবার কেউবা ভাজছে গরম তেলে দাদ, হাজা, চুলকানিতে লাগাবে বলে। আলোচ্য কথাটির মধ্য দিয়ে লেখক নিমগাছের ঔষধি গুণকে প্রকাশ করেছেন।


৩. কবির চোখে নিমগাছের সৌন্দর্য তুলে ধর।

উত্তরঃ- কবি মুগ্ধদৃষ্টিতে নিমগাছের দিকে চেয়ে রইল।নিমগাছের পাতাগুলিকে তার কাছে খুব সুন্দর মনে হলো। থোকা-থোকা ফুলেরই বা কী বাহার... একঝাঁক নক্ষত্র যেন নীল আকাশ থেকে সবুজ সাগরে নেমে এসেছে। তাই সে অপলক দৃষ্টিতে চেয়ে রইল নিমগাছের দিকে।


৪. নিমগাছটি লোকটির সাথে যেতে পারল না কেন?

উত্তরঃ- শিকড় অনেক দূর চলে যাওয়ার নিমগাছটি লোকটির সাথে যেতে পারল না।নিমগাছটি লোকটির সাথে চলে যেতে চেয়েছিল। কিন্তু যেতে পারল না, কারণ শিকড় অনেক দূর চলে গেছে। আমাদের গৃহবধূরা শত অবহেলা পেলেও তার অবস্থান থেকে নড়তে পারে না। কারণ স্বামী, সন্তান নিয়ে তার দায়িত্বটা এমন জায়গায় পৌঁছে যায়, সেখান থেকে ইচ্ছা করলেও চলে যেতে পারে না।


৫. নিমের কচি ডাল লোকগুলো ভেঙে চিবোয় কেন?

উত্তরঃ- নিমের কচি ডাল চিবোলে দাঁত ভালো থাকে। নিমের ডালের রস দাঁতের চারপাশের জীবাণু ধ্বংস করে। দাঁতের সুস্থতার জন্য লোকগুলো নিমের কচি ডালগুলো দাঁতোন হিসেবে ব্যবহারের জন্য ভেঙে চিবোয়।

Ask2Ans এ আপনাকে সুস্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং Ask2An অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পাবেন। এখান থেকে যেমন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তেমনিই এটি ব্যবহার করে আপনার জ্ঞান দিয়ে অপরকে সহায়তা করতে পারবেন। জ্ঞানার্জনের অন্যতম বাংলা প্লাটফর্ম হলো Ask2Ans, আমাদের সাথে থাকুন জ্ঞানঅর্জন করুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 60 বার প্রদর্শিত
0 টি ভোট
1 উত্তর 75 বার প্রদর্শিত
0 টি ভোট
1 উত্তর 42 বার প্রদর্শিত
0 টি ভোট
1 উত্তর 30 বার প্রদর্শিত
16 ডিসেম্বর 2023 "বাংলা সাহিত্য" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasib (569 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 116 বার প্রদর্শিত
...