আস্ক টু আন্স প্লাটফর্মে আপনাকে স্বাগতম, সমস্যার সমাধান খুঁজতে প্রশ্ন করুন।।
0 টি ভোট
71 বার প্রদর্শিত
"রসায়ন" বিভাগে করেছেন (525 পয়েন্ট)

  • মানুষের উপর কীটনাশকের দূষণের প্রতিক্রিয়া লেখ?
  • উদ্ভিদে কীটনাশক দূষণের প্রতিক্রিয়া লেখ?
  • প্রাণীতে কীটনাশক দূষণের প্রতিক্রিয়া লেখ?
  • DO বলতে কী বুঝ?
  • BOD বলতে কী বুঝায়?

1 উত্তর

0 টি ভোট
করেছেন (525 পয়েন্ট)

  • প্রশ্ন- মানুষের উপর কীটনাশকের দূষণের প্রতিক্রিয়া লেখ?

উত্তরঃ- মানুষের উপর কীটনাশকের প্রতিক্রিয়াঃ

১। কাঁচা উদ্ভিজ্জ প্রোডাক্ট খেলে রেসিডুয়াল ইফেক্ট বেশি পরিলক্ষিত হয়।

২। স্প্রে-এর মাধ্যমে শরীরে কীটনাশকের প্রবেশ ঘটলে বমি বমি ভাব, মাথা যন্ত্রণা, এলার্জি, নাক যন্ত্রণা করতে থাকে।

৩। কোনো গর্ভবতী মায়ের শরীরে কীটনাশকের বিষক্রিয়া ঘটলে বিকলাঙ্গ শিশুর জন্ম হয়।

৪। এর ফলে DNA-এর ভাঙন, জীনের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে।

৫। ডায়রিয়া, রক্ত জমাট বেঁধে যাওয়া, হার্ট-এর সমস্যা, ডায়াবেটিস, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, এমনকি মৃত্যুও ঘটতে পারে।

৬। অধিক পরিমাণে আত্মহত্যার ঘটনা ঘটে।


  • প্রশ্ন- উদ্ভিদে কীটনাশক দূষণের প্রতিক্রিয়া লেখ?

উত্তরঃ- উদ্ভিদে কীটনাশক দূষণের প্রতিক্রিয়াঃ-

১। পত্ররন্ধ্রের মাধ্যমে কীটনাশক উদ্ভিদের সমস্ত শরীরে প্রবেশ করে। উদ্ভিদ থেকে প্রাপ্ত খাদ্যের দ্বারা মানুষ ও উপকারী পোকাতে পরিবাহিত হয়।

২। মাটিস্থ কীটনাশক শিকড়ের দ্বারা উদ্ভিদদেহে সঞ্চালিত হয়, যা খাদ্যচক্রে প্রবেশ করে।

৩। কৃষিদ্রব্যাদির গুণগত ঘাটতি এবং ভোক্তাদের স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়।


  • প্রশ্ন- প্রাণীতে কীটনাশক দূষণের প্রতিক্রিয়া লেখ?

উত্তরঃ- প্রাণীতে কীটনাশক দূষণের প্রতিক্রিয়াঃ-

১। উপকারী কীটপতঙ্গের বিলুপ্তি ঘটে।

২। মাছ ও বিভিন্ন প্রজাতির পাখি কীটনাশক দ্বারা আক্রান্ত হয়।

৩। ক্ষতিকর কীটপতঙ্গের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।

৪। কৃষিজাত দ্রব্যাদিতে কীটনাশকের অবশিষ্টাংশ পশুপাখি ও জলজ প্রাণীর স্বাস্থ্যগত সমস্যা হয়।


  • প্রশ্ন- DO বলতে কী বুঝ?

উত্তরঃ- DO হলো Dissolved Oxygen অর্থাৎ পানিতে দ্রবীভূত অক্সিজেন। পানিতে অক্সিজেন প্রবীভূত থাকা অপরিহার্য। কারণ এ অক্সিজেনের প্রভাবেই জলজ উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকে। সাধারণত প্রাকৃতিক পানিতে 4.0 থেকে 6.0 ppim অক্সিজেন দ্রবীভূত থাকে। আর পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ এর চেয়ে কমে গেলে বুঝতে হবে পানিতে দূষণের মাত্রা বেশি। কারণ, প্রধানত জৈব দূষণসমূহ ব্যাক্টেরিয়ার প্রভাবে এ প্রবীভূত অক্সিজেনের (DO) সাহায্যে জারিত হয়। ফলে এ প্রক্রিয়ায় O, ব্যবহৃত হয় বলে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়। সুতরাং, DO হ্রাস পানিতে দূষণের উপস্থিতি বা বিজ্ঞতার অভাব নির্দেশ করে। এসব দূষণের মধ্যে রয়েছে গৃহস্থালী ও প্রাণিজ পয়ঃবর্জ্য, নানা ধরনের জৈব ও শিল্পবর্জ্য, কাগজ শিল্প ও ট্যানারি বর্জ্য, কসাইখানা বর্জ্য ইত্যাদি ।


  • প্রশ্ন- BOD বলতে কী বুঝায়?

উত্তরঃ- BOD তথা Biological Oxygen Demand পানির বিশুদ্ধতার আর একটি মাপকাঠি। পানিতে জৈব দূষণের কারণে অণুজীবের উৎপত্তি ঘটে। এ অণুজীব পানিতে দ্রবীভূত অক্সিজেন (DO)-কে নষ্ট করে দেয়, যার ফলে জলজ উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়। ফলে পানির বিশুদ্ধতার জন্য অক্সিজেনের চাহিদা সৃষ্টি হয়, একেই Biological Oxygen Demand (BOD) বলে। BOD-কে প্রতি 10L পানিতে অক্সিজেনের মিলিগ্রাম এ ভর দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ BOD এর একক-

1.0 BOD = mg দ্রবীভূত অক্সিজেন / LOL পানি

5 mgL = ppm

দূষিত পানি অনেক রোগ ছড়ায়। আর পানি দূষণের প্রধান উৎস হলো গৃহস্থালী এবং শিল্পবর্জ্য। এসব বর্জ্য অপসারণের জন্য বিভিন্ন ধরনের পানিশোধন প্রকল্প আছে। এসব প্রকল্পে প্রধানত গৃহস্থালী জৈব বর্জ্যসমূহকে অণুজীবের উপস্থিতিতে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে প্রাণরাসায়নিক বিভাজন প্রক্রিয়ায় বিনষ্ট করা হয়। জৈব বর্জ্যের প্রতি মিলিগ্রাম কার্বনকে জারিত করার জন্য 2.67 mg প্রবীভূত অক্সিজেন প্রয়োজন হয়।এছাড়া জৈব বর্জ্যে উপস্থিত H. S, N প্রভৃতি উপাদানের জারণের জন্য আরও অতিরিক্ত অক্সিজেন প্রয়োজন হয়।

Ask2Ans এ আপনাকে সুস্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং Ask2An অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পাবেন। এখান থেকে যেমন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তেমনিই এটি ব্যবহার করে আপনার জ্ঞান দিয়ে অপরকে সহায়তা করতে পারবেন। জ্ঞানার্জনের অন্যতম বাংলা প্লাটফর্ম হলো Ask2Ans, আমাদের সাথে থাকুন জ্ঞানঅর্জন করুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 47 বার প্রদর্শিত
25 ডিসেম্বর 2023 "বাংলা সাহিত্য" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 51 বার প্রদর্শিত
16 ডিসেম্বর 2023 "ইসলাম শিক্ষা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 68 বার প্রদর্শিত
10 ডিসেম্বর 2023 "ইসলাম শিক্ষা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 74 বার প্রদর্শিত
...