আস্ক টু আন্স প্লাটফর্মে আপনাকে স্বাগতম, সমস্যার সমাধান খুঁজতে প্রশ্ন করুন।।
0 টি ভোট
65 বার প্রদর্শিত
"পড়াশোনা" বিভাগে করেছেন (525 পয়েন্ট)

IEEE 802.16 স্ট্যান্ডার্ডের প্রযুক্তিটি বুঝিয়ে লেখ?

"স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা স্থানান্তর সম্ভব”- ব্যাখ্যা কর।

1 উত্তর

0 টি ভোট
করেছেন (525 পয়েন্ট)

প্রশ্ন- IEEE 802.16 স্ট্যান্ডার্ডের প্রযুক্তিটি বুঝিয়ে লেখ?

উত্তরঃ- 802.16 স্ট্যান্ডার্ডের প্রযুক্তিটি হলো WiMax। এটি দ্রুতগতির একটি যোগাযোগ প্রযুক্তি যেটি প্রচলিত DSL (Digital Subscriber Line) এবং তারযুক্ত ইন্টারনেটের পরিবর্তে ওয়‍্যারলেস ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে। Worldwide Interoperabiltity for Microwave Access-এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে WiMax।


প্রশ্ন- "স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা স্থানান্তর সম্ভব”- ব্যাখ্যা কর।

উত্তরঃ- স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা স্থানান্তর সম্ভব। যেমন- ব্লুটুথের • মাধ্যমে দুই বা ততোধিক যন্ত্রের মধ্যে তারবিহীন যোগাযোগ রক্ষা * করে বিনা খরচে ডেটা স্থানান্তর করা যায়। ব্লুটুথ সমন্বিত যন্ত্রপাতি সুইচ অন করার সাথে সাথে স্বল্প দূরত্বের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ডেটা স্থানান্তরের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ ঘটাতে সক্ষম হয়। ব্লুটুথ 10 সেন্টিমিটার থেকে 100 মিটার পর্যন্ত দূরত্বের মধ্যে - ডেটা স্থানান্তর করতে পারে।


প্রশ্ন- 4G এর তুলনায় 5G অনেকগুণ বেশি কর্মক্ষমতা প্রদানে সক্ষম-ব্যাখ্যা কর। 

উত্তরঃ- 5G বা পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক সিস্টেম মোবাইল ফোনের মধ্যে অত্যাধুনিক ও সর্বশেষ সংস্করণ। এই প্রজন্মের মোবাইল ফোনের পারফর্ম্যান্স 4Gর তুলনায় অনেকগুণ বেশি এবং অনেক দ্রুতগতিতে ডেটা ট্রান্সফার করতে সক্ষম। এর মাধ্যমে 4K টিভি বা ভিডিও (4000x2000 পিক্সেল) উপভোগ করা যায়।ইতোমধ্যে 2018 সালের অলিম্পিক গেমস- এ দক্ষিণ কোরিয়া 5G নেটওয়ার্কের ব্যবহার প্রাথমিকভাবে প্রদর্শন করে সফলতা দেখিয়েছে।


প্রশ্ন- ৩য় প্রজন্মের মোবাইলের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করা যায়- বুঝিয়ে লেখ।

উত্তরঃ- সার্কিট স্যুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট স্যুইচিং ডেটা ট্রান্সমিশনের ব্যবহার করে ৩য় প্রজন্মের মোবাইলের যাত্রা শুরু হয়। ৩য় প্রজন্মের মোবাইলে ভিডিও কল, মোবাইল ব্যাংকিং, ই- কমার্স ও অন্যান্য ইন্টারনেট ভিত্তিক সার্ভিস চালু হয়। আর এসব সুবিধা নিশ্চিতে প্রয়োজন হয় ইন্টারনেট। এ মোবাইলের মাধ্যমে যেকোনো সময় ইন্টারনেট ব্যবহার এবং চাহিদা অনুযায়ী ইন্টারনেট থেকে যেকোনো কিছু ডাউনলোড করা যায়। সুতরাং বলা যায়, ৩য় প্রজন্মের মোবাইলের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করা যায়।

Ask2Ans এ আপনাকে সুস্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং Ask2An অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পাবেন। এখান থেকে যেমন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তেমনিই এটি ব্যবহার করে আপনার জ্ঞান দিয়ে অপরকে সহায়তা করতে পারবেন। জ্ঞানার্জনের অন্যতম বাংলা প্লাটফর্ম হলো Ask2Ans, আমাদের সাথে থাকুন জ্ঞানঅর্জন করুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 65 বার প্রদর্শিত
23 জানুয়ারি "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 47 বার প্রদর্শিত
01 জানুয়ারি "ইসলাম শিক্ষা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 100 বার প্রদর্শিত
0 টি ভোট
1 উত্তর 77 বার প্রদর্শিত
19 নভেম্বর 2023 "ইসলাম শিক্ষা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 53 বার প্রদর্শিত
16 নভেম্বর 2023 "বাংলা ব্যাকরণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
...