আস্ক টু আন্স প্লাটফর্মে আপনাকে স্বাগতম, সমস্যার সমাধান খুঁজতে প্রশ্ন করুন।।
0 টি ভোট
70 বার প্রদর্শিত
"পড়াশোনা" বিভাগে করেছেন (525 পয়েন্ট)

ডিপ্লোমা ইন-লাইভস্টক এর কোষবিদ্যা ও ভ্রুনবিদ্যা প্রশ্নোত্তর-


1 উত্তর

0 টি ভোট
করেছেন (525 পয়েন্ট)

ডিপ্লোমা ইন লাইভস্টক এর কোষবিদ্যা ও ভ্রুনবিদ্যা প্রশ্নোত্তর-


১. হিস্টোলজি কাকে বলে?

= বিজ্ঞানের যে শাখায় প্রাণির বিভিন্ন টিস্যু, অঙ্গ, অন্ত্র ইত্যাদি অনুবীক্ষন যন্ত্রের সাহায্যে বর্ণনা করা হয় তাকে হিস্টোলজি বলে

২. কোষ কাকে বলে?

= জীবদেহের গঠন ও কাজের একক।

৩. কোষের কাজ লেখ।

= বিক্রিয়ায় অংশগ্রহন করে, পুনরুৎপাদনে অংশগ্রহণ করে, জীবদেহ গঠন করে।

৪. একটি আদর্শ প্রাণি কোষের কয়টি অংশ থাকে ও কি কি?

= তিনটি অংশ; যথাঃ সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষ প্রাচীর।

৫. আবরণী কলা কাকে বলে?

= যে টিস্যু শরীরের বিভিন্ন তলকে আবৃত করে রাখে তাকে আবরনী কলা বলে।

৬. এন্ডোথেলিয়াম ও মেসোথেলিয়াম কাকে বলে?

= স্কোয়ামাস আবরণী কলা রক্তবাহিকার প্রাচীরে থাকলে এন্ডোথেলিয়াম আর পেরিকার্ডিয়াম, পুরা ও পেরিটোনিয়ামে থাকলে মেসোথেলিয়াম।

৭. নিউক্লিয়াসের অবস্থান ও আকৃতির উপর ভিত্তি করে আবরণী কলা কয় প্রকার ও কি কি?

= তিন প্রকার- ১. স্কোয়ামাস, কলামনার, কিউয়েবডাল।

৮. তরুনাস্থি কি?

= এক ধরনের যোজক কলা যা অর্থ কঠিন কন্ড্রিয়াম নামক মেট্রিক্স দ্বারা গঠিত।

৯. লসিকা কী? উদাহারণ দাও।

= টিস্যুর বাইরের অতিরিক্ত তরল পদার্থ লসিকা নালির ভিতর দিয়ে রক্তে প্রবেশ করলে তাকে লসিকা বলে। যেমন: টনসিল, থাইমাস, স্প্রিন ইত্যাদি।

১০. অমৃণ বেশি কোথায় পাওয়া যায়?

= হৃৎপিন্ডে ও কঙ্কাল পেশিতে।

১১ . এমব্রায়োলজি পাঠের উদ্দেশ্য ও লক্ষ্য কী?

= জীবের অভিব্যক্তি ও বিবর্তন সম্পর্কে জানা যায়।বিভিন্ন প্রাণির জাতি ও বৈশিষ্ট্যগত পার্থক্য ও সাদৃশ্য জানা যায়।জন্মগত বিভিন্ন অস্বাভাবিকতা সম্পর্কে জানা যায়।জীববিজ্ঞানের আরো নানান শাখা সম্পর্কে জানতে হলে এর জ্ঞান আবশ্যক।

১২. যোজক কলার কার্যাবলি লেখ।

= এক টিস্যু বা অঙ্গের সাথে অন্য টিস্যু বা অঙ্গের সংযোগ করা।দেহের কাঠামো নির্মাণ করা।দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা।

১৩. অস্থির গঠন আলোচনা কর।

= অস্থি সর্বাপেক্ষা দৃঢ় যোজক কলা।এর ম্যাট্রিক্স ৪০% জৈব আর ৬০% অজৈব পদার্থ দ্বারা গঠিত।জৈব অংশ অস্টিওয়েড ও কোলাজেন দ্বারা গঠিত এবং অজৈব অংশ ক্যালসিয়াম কার্বোনেট ও ক্যালসিয়াম ফসফেট দ্বারা গঠিত।অস্থিতে তিন ধরনের কোষ থাকে।অগ্নিকে ঘিরে পেরিঅস্টিয়াম নামক পর্দা থাকে।

১৪. উজেনেসিস কাকে বলে? উদাহারণ দাও।

= ডিম্বানু তৈরির প্রক্রিয়াকে ওজেনেসিস বলে।

১৫. প্রলম্বিত অংশের সংখ্যার উপর ভিত্তি করে নিউরন কয়প্রকার ও কী কী?

= ৪ প্রকার।যথাঃ- ইউনিপোলার, বায়োপোলার, মাল্টিপোলার, সিউডোইউনিপোলার

১৬. শুক্রাশয় কোন ধরনের গ্রন্থি?

= শুক্রাশয় একই সাথে অন্তক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থি।

বহিঃক্ষরাঃ- সেমিনিফেরাস নালিকা, শুক্রানু উৎপন্ন করে।

অন্তক্ষরা: ইন্টারস্টিশিয়াল বা লেডিগ কোষ ও টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন করে।

১৭. জরায়ুর কয়টি অংশ ও কি কি?

= তিনটি অংশ।জরায়ু শিং, জরায়ু দেহ, জরায়ু মুখ।

১৮. গ্যামেট কাকে বলে? গ্যামেট কয়প্রকার?

= পুং অথবা স্ত্রী জননকোষকে গ্যামেট বলে। এটি দুই প্রকার- পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট।

১৯. স্পার্মাটোজেনেসিস ও ডিজেনেসিস কাকে বলে?

= শুক্রানু তৈরির প্রক্রিয়াকে স্পার্মাটোজেনেসিস বলে।

২০. গ্যাস্ট্রলেশনের ফলে সৃষ্ট এক্টোডার্মে ও মেসোডার্ম হতে ভ্রুনের কি কি তৈরি হয়?

= এক্টোডার্ম স্বরঃ এপিডার্মিস, চুল, নখ, লোম, ঘর্মগ্রন্থি, স্তনগ্রন্থি, মুখগহবর ইত্যাদি।

মেসোভার্ম স্তরঃ বিভিন্ন পেশি ও ইউরেজেনিটাল তন্ত্রের অঙ্গসমূহ।

২১. মসৃণ পেশি ও কঙ্কাল পেশির মাঝে পার্থক্য লেখ।

২২. যোজক কলাকে কীভাবে শ্রেণিবিভাগ করা যায়?

২৩. ওজেনেসিস আলোচনা কর।

২৪. মসৃণ, হৃদপেশি ও কঙ্কাল পেশির মাঝে তুলনা কর।

২৫. চিত্রসহ স্ত্রী জননতন্ত্রেও অংশগুলোর নাম লেখ।

২৬. সাধারণ স্কোয়ামাস, সাধারণ কলামনার ও সাধারণ কিউবয়ডাল আবরণী কলার বৈশিষ্ট্যগুলো লেখ।

Ask2Ans এ আপনাকে সুস্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং Ask2An অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পাবেন। এখান থেকে যেমন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তেমনিই এটি ব্যবহার করে আপনার জ্ঞান দিয়ে অপরকে সহায়তা করতে পারবেন। জ্ঞানার্জনের অন্যতম বাংলা প্লাটফর্ম হলো Ask2Ans, আমাদের সাথে থাকুন জ্ঞানঅর্জন করুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 83 বার প্রদর্শিত
05 ফেব্রুয়ারি "বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 49 বার প্রদর্শিত
06 ডিসেম্বর 2023 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 105 বার প্রদর্শিত
0 টি ভোট
1 উত্তর 75 বার প্রদর্শিত
02 ডিসেম্বর 2023 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasib (569 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 61 বার প্রদর্শিত
18 ডিসেম্বর 2023 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
...