আস্ক টু আন্স প্লাটফর্মে আপনাকে স্বাগতম, সমস্যার সমাধান খুঁজতে প্রশ্ন করুন।।
0 টি ভোট
52 বার প্রদর্শিত
"বিজ্ঞান" বিভাগে করেছেন (525 পয়েন্ট)

যোগাযোগ যন্ত্র কাকে বলে?

কীভাবে টেলিফোন কাজ করে ব্যাখ্যা করো।

1 উত্তর

0 টি ভোট
করেছেন (525 পয়েন্ট)

ছোট হয়ে আসছে পৃথিবী, আমরা বাস করছি গ্লোবাল ভিলেজে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পৃথিবীর সকল মানুষকে কার্যকর ও দক্ষতার সাথে সংযুক্ত করেছে। যোগাযোগের প্রধান বাহনগুলো হচ্ছে টেলিভিশন, রেডিও এবং টেলিফোন।

ক. যোগাযোগ যন্ত্র কাকে বলে?

খ. কীভাবে টেলিফোন কাজ করে ব্যাখ্যা করো।

গ. কীভাবে রেডিও স্টেশন নির্দিষ্ট কম্পাঙ্কের সংকেত সঞ্চালন করে এবং তা গ্রাহকের নিকট পৌঁছায়, চিত্রসহ ব্যাখ্যা করো।

ঘ. যোগাযোগের যন্ত্র হিসাবে টেলিভিশন ও রেডিওর কার্যকারিতা বিশ্লেষণ ও তুলনা করো।

প্রশ্নের উত্তরঃ-

ক) তথ্য আদান প্রদান ও যোগাযোগে ব্যবহৃত যন্ত্রকে যোগাযোগ যন্ত্র বলে।

খ) আমরা যখন কথা বলি তখন টেলিফোনের মাউথপিসের মাইক্রোফোনটি কণ্ঠস্বরের শব্দতরঙ্গকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে। এ সংকেত টেলিফোনের তার দিয়ে অপর টেলিফোনের ইয়ারপিসে যায়। ইয়ারপিসের স্পীকার তড়িৎ সংকেতকে শব্দে রূপান্তরিত করে, ফলে গ্রাহক বা শ্রোতা শব্দ শুনতে পান এবং কথার জবাব দেন। এ জবাব শ্রোতার টেলিফোন সেটের মাউথপিসের মাইক্রোফোনের সাহায্যে তড়িৎ সংকেতে পরিণত হয়ে প্রেরকের টেলিফোনে ফিরে আসে এবং প্রেরকের ইয়ারপিসের স্পীকারে শব্দে পরিণত হয়, প্রেরক তখন গ্রাহকের কথা শুনতে পায়।

গ) রেডিওতে শব্দ প্রেরণ এবং গ্রহণ প্রক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা করো।

ঘ) যোগাযোগের ক্ষেত্রে রেডিও ও টেলিভিশনের ব্যবহার তুলনামূলকভাবে বিশ্লেষণ করো।

উদ্দীপকঃ-

 শিক্ষক দশম শ্রেণির ক্লাসে তেজস্ক্রিয়তা এবং মৌলিক কণিকা পড়াতে গিয়ে বললেন, তেজস্ক্রিয় মৌল থেকে a. B এর y রশ্মি নির্গত হয়। এদের মধ্যে ẞ রশ্মি হলো ইলেক্ট্রনের প্রবাহ। তিনি আরো বললেন পরমাণু বিভাজ্য এবং এতে রয়েছে ইলেকট্রন ও নিউক্লিয়াস।

ক. বেকরেল কাকে বলে?

খ. গামা রশ্মি এক প্রকার তাড়িৎচৌম্বক তরঙ্গ ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্যে মৌলের অর্ধায় বর্ণনা কর।

ঘ. উল্লিখিত বৈশিষ্ট্যের মৌলগুলোর ক্ষতিকর প্রভাব সম্পর্কে মতামত দাও।

প্রশ্নের উত্তরঃ-

ক) তেজস্ক্রিয়তা পরিমাপের জন্য যে একক ব্যবহার করা হয় তার নাম বেকরেল।

খ) গামা রাশ্মি আধান নিরপেক্ষ এবং ভরবিহীন। এই রশ্মি তড়িৎ ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। এর দ্রুতি আলোর সমান অর্থাৎ 3 × 10 ms দুর্বল আয়নায়ন ক্ষমতা সম্পন্ন হলেও এই রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। এরূপে গামা রশ্মির বেশিরভাগ ধর্ম তাড়িৎচৌম্বক তরঙ্গরূপে সনাক্ত করা যায়।

Ask2Ans এ আপনাকে সুস্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং Ask2An অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পাবেন। এখান থেকে যেমন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তেমনিই এটি ব্যবহার করে আপনার জ্ঞান দিয়ে অপরকে সহায়তা করতে পারবেন। জ্ঞানার্জনের অন্যতম বাংলা প্লাটফর্ম হলো Ask2Ans, আমাদের সাথে থাকুন জ্ঞানঅর্জন করুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 77 বার প্রদর্শিত
04 জানুয়ারি "বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 83 বার প্রদর্শিত
05 জানুয়ারি "বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 93 বার প্রদর্শিত
0 টি ভোট
1 উত্তর 67 বার প্রদর্শিত
0 টি ভোট
1 উত্তর 60 বার প্রদর্শিত
21 ফেব্রুয়ারি "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
...