আস্ক টু আন্স প্লাটফর্মে আপনাকে স্বাগতম, সমস্যার সমাধান খুঁজতে প্রশ্ন করুন।।
0 টি ভোট
64 বার প্রদর্শিত
"বিজ্ঞান" বিভাগে করেছেন (525 পয়েন্ট)

তড়িৎপ্রবাহের চৌম্বক ক্রিয়া কী?

তাড়িতচুম্বক কাকে বলে?

জেনারেটর কাকে বলে?

 জেনারেটর দিয়ে কী কাজ করা হয়?

1 উত্তর

0 টি ভোট
করেছেন (525 পয়েন্ট)

প্রশ্ন- তড়িৎপ্রবাহের চৌম্বক ক্রিয়া কী?

উত্তরঃ- কোনো তারের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের দরুন এর আশপাশ জুড়ে চৌম্বকক্ষেত্রের উদ্ভব হয়, ফলে সন্নিকটে রাখা চৌম্বক শলাকা বিক্ষিপ্ত হয়। এই ঘটনাকে তড়িৎপ্রবাহের চৌম্বক ক্রিয়া বলে।


প্রশ্ন- তাড়িতচুম্বক কাকে বলে?

উত্তরঃ- কোনো সোজা তার বা কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের দরুন এর সন্নিকটস্থ সাধারণ লোহার টুকরা চুম্বক হিসেবে আচরণ করে। যতক্ষণ তড়িৎ প্রবাহ থাকে, ততক্ষণই লোহার টুকরাটি চুম্বক হিসেবে আচরণ করে। তড়িৎপ্রবাহের মাধ্যমে এভাবে তৈরি ক্ষণস্থায়ী চুম্বককে তাড়িত চুম্বক বলে।


প্রশ্ন-জেনারেটর কাকে বলে? জেনারেটর দিয়ে কী কাজ করা হয়?

উত্তরঃ- যে তড়িৎযন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তাকে জেনারেটর বলে। তাড়িতচৌম্বক আবেশের উপর ভিত্তি করে এই যন্ত্রের মূলনীতি প্রতিষ্ঠিত।জেনারেটর দিয়ে মূলত বিদ্যুৎ উৎপাদন করা হয়। জেনারেটর দুই প্রকার। এসি জেনারেটর ও ডিসি জেনারেটর। সুতরাং প্রকারভেদে জেনারেটর হতে এসি বা ডিসি বিদ্যুৎ পাওয়া যেতে পারে।


প্রশ্ন- জেনারেটর ও তড়িৎ মোটরের মধ্যে পার্থক্য কী?

উত্তরঃ- জেনারেটর ও তড়িৎ মোটরের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১. জেনারেটরে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, পক্ষান্তরে তড়িৎ মোটরে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়।

২. তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে জেনারেটর তৈরি করা হয়। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার উপর ভিত্তি করে তড়িৎ মোটর তৈরি করা হয়।


প্রশ্ন- স্টেপআপ ও স্টেপডাউন ট্রান্সফর্মার দ্বারা কী কাজ করা হয়?

উত্তরঃ- স্টেপআপ ট্রান্সফর্মার দিয়ে অল্প বিভবের অধিক তড়িৎপ্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎপ্রবাহে রূপান্তরিত করা হয়। অপরপক্ষে, স্টেপডাউন ট্রান্সফর্মার অধিক বিভবের অল্প তড়িৎপ্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎপ্রবাহে রূপান্তরিত করে। তড়িৎ উৎপাদন কেন্দ্রে বা পাওয়ার স্টেশনে স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহৃত হয় এবং বেশির ভাগ ইলেকট্রনিক যন্ত্রপাতিতে স্টেপডাউন ট্রান্সফর্মার ব্যবহৃত হয়।


প্রশ্ন- তাড়িতচুম্বকের প্রাবল্য কীভাবে বৃদ্ধি করা যায় লিখ।

উত্তরঃ- তাড়িত চুম্বকের প্রাবল্য নিম্নোক্ত উপায়ে বৃদ্ধি করা যায়-

i. তড়িৎ প্রবাহ বাড়িয়ে

ii. সলিনয়েডের প্যাঁচের সংখ্যা বাড়িয়ে

iii. ইংরেজি U অক্ষরের মতো বাঁকিয়ে চুম্বক মেরু দুটিকে আরও কাছাকাছি এনে।

Ask2Ans এ আপনাকে সুস্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং Ask2An অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পাবেন। এখান থেকে যেমন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তেমনিই এটি ব্যবহার করে আপনার জ্ঞান দিয়ে অপরকে সহায়তা করতে পারবেন। জ্ঞানার্জনের অন্যতম বাংলা প্লাটফর্ম হলো Ask2Ans, আমাদের সাথে থাকুন জ্ঞানঅর্জন করুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
0 টি উত্তর 63 বার প্রদর্শিত
02 মার্চ "বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 63 বার প্রদর্শিত
13 ফেব্রুয়ারি "বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 113 বার প্রদর্শিত
12 ফেব্রুয়ারি "বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 77 বার প্রদর্শিত
20 জানুয়ারি "বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 85 বার প্রদর্শিত
11 জানুয়ারি "বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasib (569 পয়েন্ট)
...