আস্ক টু আন্স প্লাটফর্মে আপনাকে স্বাগতম, সমস্যার সমাধান খুঁজতে প্রশ্ন করুন।।
0 টি ভোট
52 বার প্রদর্শিত
"পড়াশোনা" বিভাগে করেছেন (569 পয়েন্ট)

  • রুদ্রমঙ্গল কী ধরনের গ্রন্থ?
  • ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে- ব্যাখ্যা কর।

1 উত্তর

0 টি ভোট
করেছেন (569 পয়েন্ট)

উদ্দীপকঃ-

=> সত্য মানুষকে পথ দেখায়, সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগায়, বাধার পাহাড় ডিঙাতে শক্তি দেয় আর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর রাস্তা সুগম করে দেয়। ... সত্যের আওতা অনেক ব্যাপক। এর মধ্যে রয়েছে শৃঙ্খলা, দায়িত্বশীলতা, চরিত্র, বিশ্বাস আর নীতি। স্বাভাবিক কারণেই এগুলো খুবই কঠিন বিষয়। এগুলোকে গর্তে ঝেটিয়ে ফেলে দিতে সত্য আমাদের সমর্থন দেয় না। সত্য দেয় নির্মলতা আর স্পষ্টতা।উন্নয়নের, বেঁচে থাকার, অগ্রগতির, এগিয়ে যাওয়ার কেন্দ্রবিন্দুতে সত্যকে অধিষ্ঠিত করতে না পারলে সভ্যতার বিনাশ অবশ্যম্ভাবী।


ক. রুদ্রমঙ্গল কী ধরনের গ্রন্থ?

খ. ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের কোন ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের একটি বিশেষ অংশের ধারকমাত্র, সমগ্র ভাবের নয়- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।


প্রশ্নের উত্তরঃ-


ক) বুদ্রমঙ্গল কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ।


খ) অতিরিক্ত বিনয় দেখানোর অর্থহীনতার কথা বলতে গিয়ে লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন।'আমার পথ' প্রবন্ধে লেখক নিজের সত্যকে ছাড়া অন্য কাউকে কুর্নিশ করতে নারাজ। তাঁর মতে নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু, পথপ্রদর্শক কাণ্ডারি বলে জানা দন্ত নয়। এটাকে কেউ অহংকার বললেও তা মিথ্যা বিনয় অপেক্ষা ভালো। অতিরিক্ত বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। যা মানুষকে ক্রমেই ছোট করে ফেলে। তাই তা করা উচিত তা নয়।

সারকথাঃ- বেশি বিনয় দেখানোর অর্থ নিজেকে ছোট করে ফেলা- প্রশ্নোক্ত কথায় এটাই বোঝানো হয়েছে।


গ) উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধে প্রতিফলিত সত্যের অপরিমেয় শক্তির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

সত্য আপন আলোয় আলোকিত। সত্যের শক্তি অপরিসীম। সত্যান্বেষী মানুষ কখনো কোনো কাজে পিছপা হয় না। কাউকে ভয় পায় না। সত্যাশ্রয়ীদের কাছে সত্যই একমাত্র পথনির্দেশক।উদ্দীপকে সত্যের অপরিমেয় শক্তির কথা বলা হয়েছে। সত্য যে মানুষকে পথ দেখায়, সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগায়, বাধার পাহাড় ডিঙাতে শক্তি দেয় এখানে তা তুলে ধরা হয়েছে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছানোর রাস্তা সুগম করে। এই দিকটি 'আমার পথ' প্রবন্ধেও উপস্থাপিত হয়েছে। প্রাবন্ধিক বলেন, আমার পথ দেখাবে আমার সত্য। এজন্য তিনি সত্যকে নমস্কার করেছেন, সালাম জানিয়েছেন। আপন সত্যকে কাণ্ডারি বলে জেনেছেন। প্রবন্ধের এই দিকটিই উদ্দীপকে উঠে এসেছে।

সারকথাঃ- উদ্দীপকে "আমার পথ" প্রবন্ধে আলোচিত সত্যের শক্তির দিকটি প্রতিফলিত হয়েছে।

Ask2Ans এ আপনাকে সুস্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং Ask2An অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পাবেন। এখান থেকে যেমন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তেমনিই এটি ব্যবহার করে আপনার জ্ঞান দিয়ে অপরকে সহায়তা করতে পারবেন। জ্ঞানার্জনের অন্যতম বাংলা প্লাটফর্ম হলো Ask2Ans, আমাদের সাথে থাকুন জ্ঞানঅর্জন করুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 68 বার প্রদর্শিত
18 ডিসেম্বর 2023 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasib (569 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 49 বার প্রদর্শিত
06 ডিসেম্বর 2023 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 63 বার প্রদর্শিত
21 ফেব্রুয়ারি "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 59 বার প্রদর্শিত
26 ডিসেম্বর 2023 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 46 বার প্রদর্শিত
17 ডিসেম্বর 2023 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
...