আস্ক টু আন্স প্লাটফর্মে আপনাকে স্বাগতম, সমস্যার সমাধান খুঁজতে প্রশ্ন করুন।।
0 টি ভোট
107 বার প্রদর্শিত
"পড়াশোনা" বিভাগে করেছেন (569 পয়েন্ট)

  • অ্যানথ্রাকনোজ রোগের কারণ কি?
  • গোড়া পচা রোগ/ড্যাম্পিং অফ/চারা ধ্বসা রোগ এর কারণ কি?
  • ঢলে পড়া রোগ (Wilt) কারণ কি?

1 উত্তর

0 টি ভোট
করেছেন (569 পয়েন্ট)

ক) অ্যানথ্রাকনোজ রোগের কারণ কি?

উঃ- ছত্রাক সংক্রমণে এই রোগটি হয়ে থাকে।

লক্ষণঃ- ১. বীজ, পাতা ও ফলের উপর দাগ পড়ে এবং এগুলো পচে যায়।

২. পাতা ও কাণ্ডে বাদামি দাগ পড়ে।

৩. আক্রমণ বেশি হলে ফলের আকার বিকৃত হয়।

খ) . গোড়া পচা রোগ/ড্যাম্পিং অফ/চারা ধ্বসা রোগ এর কারণ কি?

উঃ- ছত্রাক সংক্রমণে হয়।

লক্ষণঃ- ১. গাছের গোড়ায় কাণ্ডে মরিচার মত লালচে দাগ পড়ে।

২. পরে বাদামি হয়ে কাণ্ডকে চারদিক বেষ্টন করে।

৩. গাছের শিকড় ও গোড়া পচে যায়।

৪. গাছ নেতিয়ে পড়ে।

গ) ঢলে পড়া রোগ (Wilt) এর কারণ কি?

উঃ- ছত্রাক সংক্রমণে হয়।

লক্ষণঃ- ১. গাছ খাটো হয়। পাতা ও ফল ছোট হয়।

২. পাতা প্রথমে হলুদ ও পরে বাদামি হয়ে গাছ ঢলে পড়ে মারা যায়।

৩. আক্রান্ত অংশ কাটলে কালো রঙের দাগ দেখা যায়।

ছত্রাকজনিত অ্যানথ্রাকনোজ, গোড়া পচা ও ঢলে পড়া রোগের দমন ব্যবস্থা একই রকম। নিচে উল্লেখ্য করা হলোঃ-

দমন ব্যবস্থা: ১. বীজ শোধন করে বীজ বপন করা।

২. রোগ মুক্ত বীজ বপন করা।

৩. আক্রান্ত অংশ ছিঁড়ে পুড়িয়ে ফেলা।

৪. অনুমোদিত ছত্রাকনাশক প্রয়োগ করা।

১৬. তুলা সংগ্রহ: সাধারণত বীজ বপনের ৫-৬ মাস পরে বোল ফেটে তুলা বের হলেই বোল পরিগর। হয়। রোদ্র উজ্জ্বল দিনে তুলা সংগ্রহ করতে হয়। তিন বার তুলা সংগ্রহ করতে হয়। গাছের ৩০-৪০% বোল ফেটে গেলেই প্রথম বারের মত পরিপক্ক বোল সংগ্রহ করা হয়। এর ১৫-২০ দিন পর দ্বিতীয় পর্যায়ে তুলা সংগ্রহ করা হয়। তৃতীয় পর্যায়ে আরো ১৫-২০ দিন পর বাকি সব তুলার বোল সংগ্রহ করতে হয়। তুলার বোল সংগ্রহ করার সময় খেয়াল রাখতে হবে যাতে তুলায় ধুলাবালি না লাগে। শুকনা পাতা, ময়লা ও ভালপালা না মিশে। রোগবালাই দ্বারা আক্রান্ত বোল ও অপরিষ্কার বোল পৃথকভাবে তুলতে হবে। তুলা ও বার রোদে শুকিয়ে গুদামজাত করা যায়। খারাপ ও নষ্ট বীজতুলা আলাদাভাবে সংরক্ষণ করতে হয়।

১৭. ফলন: হেক্টর প্রতি ১.৩-১.৫ টন তুলা উৎপাদন হয়।

Ask2Ans এ আপনাকে সুস্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং Ask2An অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পাবেন। এখান থেকে যেমন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তেমনিই এটি ব্যবহার করে আপনার জ্ঞান দিয়ে অপরকে সহায়তা করতে পারবেন। জ্ঞানার্জনের অন্যতম বাংলা প্লাটফর্ম হলো Ask2Ans, আমাদের সাথে থাকুন জ্ঞানঅর্জন করুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 65 বার প্রদর্শিত
21 ডিসেম্বর 2023 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasib (569 পয়েন্ট)
0 টি ভোট
0 টি উত্তর 100 বার প্রদর্শিত
21 ফেব্রুয়ারি "বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 26 বার প্রদর্শিত
17 ডিসেম্বর 2023 "শব্দের অর্থ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasib (569 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 60 বার প্রদর্শিত
03 ডিসেম্বর 2023 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasib (569 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 63 বার প্রদর্শিত
21 ফেব্রুয়ারি "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
...