আস্ক টু আন্স প্লাটফর্মে আপনাকে স্বাগতম, সমস্যার সমাধান খুঁজতে প্রশ্ন করুন।।
0 টি ভোট
53 বার প্রদর্শিত
"সাধারণ জ্ঞান" বিভাগে করেছেন (569 পয়েন্ট)

  • "থিউরি অব রিলেটিভিটি" এর উদ্ভাবক কে?
  • দৈর্ঘ্য প্রসারণ গুণাংক কোন বিষয়ের উপর নির্ভর করে?
  • বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়?

1 উত্তর

0 টি ভোট
করেছেন (569 পয়েন্ট)

 "থিউরি অব রিলেটিভিটি" এর উদ্ভাবক কে? উঃ- আলবার্ট আইনস্টাইন। 

 দৈর্ঘ্য প্রসারণ গুণাংক কোন বিষয়ের উপর নির্ভর করে? উঃ- তাপমাত্রা স্কেল, বস্তুর প্রকৃতি।

বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়? উঃ- টাংস্টেন।

বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে? উঃ- টমাস আলভা এডিসন।

 শৈবাল কোন জাতীয় উদ্ভিদ? উঃ- স্বভোজী।

 জৈব রসায়নের জনক ফেডরিক উহলার। 

দূরত্বের সবচেয়ে বড় একক হলো আলোকবর্ষ।

 দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন- গ্যালিলিও।

 দৃশ্যমান আলোতে কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়? উঃ- লাল।

 দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের? উঃ- বেগুনি।

দুধে কোন ধরনের এসিড থাকে? উঃ- ল্যাকটিক এসিড।

দুধের রং সাদা হয় কেন? উঃ- প্রোটিনের জন্য।

প্রতিসরণ কাকে বলে?

উঃ- দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে বলে প্রতিসরণ।

ডায়োড কী?

উঃ- দুটি তড়িৎদ্বার বিশিষ্ট বায়ুশূন্য বাহুকে বলে ডায়োড।

স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয়? উঃ- নাইট্রিক এসিড।

দেহে আমিষের কাজ কি? উঃ- দেহ কোষ গঠনে সহায়তা করে।

দেহের কোনো অংশে কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে হেপারিন।

দেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি? উঃ- এনামেল।

দেহ কোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন- প্রোটিন।

 স্কেলার রাশি-দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, তড়িৎ বিভব, সময়, তাপমাত্রা ইত্যাদি।

 স্টেইনলেস স্টিলে লোহার সাথে কোন ধাতু মিশানো হয়? উঃ- নিকেল ও ক্রোমিয়াম।

স্টেপ আপ - নিম্নতর থেকে উচ্চতর।

নোবেল গ্যাস নয় ওজোন।

পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি- জীবাশ্ম জ্বালানি।

প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কি? উঃ- উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়।

প্রোটিন তৈরিতে ব্যবহার হয় অ্যামাইনো এসিড।

ফেয়ন কার ট্রেড নাম হচ্ছে- CFC (রেফ্রিজারেটরে থাকে), ক্লোরোফ্লোরো কার্বন।

ভেক্টর রাশি- সরণ, ওজোন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, মন্দন, ভেদান্ত ইত্যাদি।

মেঘাচ্ছন্ন আকাশের রাত অপেক্ষাকৃত উষ্ণ হয় কারণ মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকিরণে বাধা দেয়।

মৌলিক পদার্থ নয়- ফসজিন গ্যাস।

 মৌলিক রাশিগুলো হলো- দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন ক্ষমতা ও পদার্থের পরিমাণ।

 যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলে মৌলিক ধাতু।

 যে বস্তু আলোর সব রং প্রতিফলিত করে তার রং সাদা।

 যে সর্বোচ্চ শব্দের শ্রুতি সীমার উপর মানুষ বধির হতে পারে তা হলো ১০৫ ডেসিবেল।

 যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদের বলে - ব্যাকটেরিওফাজ।

 যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বলে আইসোটোপ।

যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বলে আইসোটোন।

যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন গ্যালিলিও ১৬১০ সালে।

 রেশম পোকা চাষের বৈজ্ঞানিক পদ্ধতি সেরিকালচার।

 রেক্টিফাইড স্পিরিট হলো ৯৬% ইথাইল এলকোহল+ ৪% পানি।

 রেডিয়াম আবিষ্কার করেন- মাদাম কুরি।

 লোহার প্রধান আকরিক হলো হেমাটাইট।

 লোহার উপর দস্তার প্রলেপ দেয়াকে বলে- গ্যালভানাইজিং।

 লেড অ্যাসিটেট যে রোগের ওষুধ চর্মরোগ।

ক্লোরোফিলের মধ্যে কোন ধাতব আয়নটি আছে- ম্যাঙ্গানিজ।

 ক্লোরোফিল অণুর উপাদান কী ম্যাগনেসিয়াম।

 ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না সালোকসংশ্লেষণ।

299 টি প্রশ্ন

296 টি উত্তর

1 মন্তব্য

672 জন সদস্য

2 জন অনলাইনে আছেন
0 জন সদস্য 2 জন অতিথি
আজ ভিজিট : 1289 বার
গতকাল ভিজিট : 3745 বার
সর্বমোট ভিজিট : 121503 বার

Ask2Ans এ আপনাকে সুস্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং Ask2An অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পাবেন। এখান থেকে যেমন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তেমনিই এটি ব্যবহার করে আপনার জ্ঞান দিয়ে অপরকে সহায়তা করতে পারবেন। জ্ঞানার্জনের অন্যতম বাংলা প্লাটফর্ম হলো Ask2Ans, আমাদের সাথে থাকুন জ্ঞানঅর্জন করুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 53 বার প্রদর্শিত
16 নভেম্বর 2023 "সাধারণ জ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasib (569 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 81 বার প্রদর্শিত
16 নভেম্বর 2023 "সাধারণ জ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasib (569 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 41 বার প্রদর্শিত
16 নভেম্বর 2023 "সাধারণ জ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 70 বার প্রদর্শিত
25 নভেম্বর 2023 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasib (569 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 27 বার প্রদর্শিত
21 নভেম্বর 2023 "বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
...