আস্ক টু আন্স প্লাটফর্মে আপনাকে স্বাগতম, সমস্যার সমাধান খুঁজতে প্রশ্ন করুন।।
0 টি ভোট
84 বার প্রদর্শিত
"বাংলা ব্যাকরণ" বিভাগে করেছেন (525 পয়েন্ট)

  • ডিপ্লোমা-ইন-লাইভস্টক এর ২য় পর্ব সমাপনী পরীক্ষা-২০২৩ এর বাংলা প্রশ্ন
  • ২য় পর্ব সমাপনী পরীক্ষার বাংলা ব্যাকরণ প্রশ্ন ২০২৩

1 উত্তর

0 টি ভোট
করেছেন (525 পয়েন্ট)

২য় পর্ব সমাপনী পরীক্ষা-২০২৩


বিষয় : বাংলা-২ (২০২২ প্রবিধান) (বিষয় কোডঃ ২৫৭২১)


সময় : ৩ ঘন্টা


# ক ও খ বিভাগের সকল প্রশ্নের এবং গ-বিভাগ হতে যে-কোনো ৫(পাঁচ) টি প্রশ্নের উত্তর দাও।

পূর্ণমান: ৬০.


" ক" বিভাগ (মান : ১০ = ১০)


১। ভাষা কাকে বলে?

২। 'যোগরূঢ়' শব্দ কী?

৩। 'চর্যাপদ' কে আবিষ্কার করেন ?

81 মহাপ্রাণ ধ্বনি কী ? উদাহরণ দাও।

৫।  মানপত্র কী?

৬। আনুনাসিক স্বরধ্বনি বলতে কী বোঝায় ?

৭। জটিল বাক্য কাকে বলে ?

৮। 'অপিনিহিত' কী?

৯। সাধুভাষা বলতে কী বোঝায় ?

১০। ব্যক্তিগত পত্রে কয়টি অংশ থাকে ?


"খ'- বিভাগ (মান : ২ x ১০ = 20 )


১১। "গোরু আকাশে ওড়ে এটি সার্থক বাক্য নয় কেন ?

১২। সাধু ও চলিত রীতির মাঝে তিনটি পার্থক্য লেখ।

১৩। শুদ্ধ করে লেখ : পৈত্রিক, ইতি পূর্বে, কেবলমাত্র, মনযোগ।

১৪।  ধ্বনি ও বর্ণের মাঝে দুটি পার্থক্য লেখ।

১৫। সমার্থক শব্দ লেখ ( দুটি কর):- চোখ, পাখি।

১৬. পারিভাষিক শব্দ লেখ:- Academic year, Act, cabinet, file.

১৭। বাক্য পরিবর্তন করঃ

সে চেষ্টা করেনি, তাই বার্থ হয়েছে (সরল),

 বিদ্বান হলেও তাঁর অহংকার নেই (জটিল)

১৮। অর্থসহ বাক্য রচনা কর:- সুখের পায়রা, কপাল ফেরা।

১৯। 'ণ'-ত্ব বিধানের চারটি নিয়ম উদাহরণ সহ লেখ।

২০। এক কথার প্রকাশ কর ময়ূরের ডাক, যা বলার যোগ্য নয়।


"গ"-বিভাগ (মান : ৬ × ৫ = ৩০)


২১। বাক্য কাকে বলে ? একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

২২। ভাব সম্প্রসারণ কর : কীর্তিমানের মৃত্যু নেই।

২৩। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী পদে চাকরির জন্য একটি আবেদনপত্র রচনা কর।

২৪। বন্ধুর মায়ের মৃত্যুতে তাকে সান্ত্বনা জানিয়ে একটি ই-মেইল রচনা কর?

২৫। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে একজন বক্তা হিসেবে তোমার ভাষণ প্রস্তুত কর?

২৬। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা'-এ শিরোনামে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা কর।

Ask2Ans এ সুস্বাগতম, যেখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 41 বার প্রদর্শিত
06 ডিসেম্বর 2023 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 60 বার প্রদর্শিত
05 ফেব্রুয়ারি "বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 56 বার প্রদর্শিত
02 ফেব্রুয়ারি "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 57 বার প্রদর্শিত
02 ডিসেম্বর 2023 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasib (569 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 41 বার প্রদর্শিত
...