আস্ক টু আন্স প্লাটফর্মে আপনাকে স্বাগতম, সমস্যার সমাধান খুঁজতে প্রশ্ন করুন।।
0 টি ভোট
100 বার প্রদর্শিত
"বাংলা ব্যাকরণ" বিভাগে করেছেন (525 পয়েন্ট)

  • ডিপ্লোমা-ইন-লাইভস্টক এর ২য় পর্ব সমাপনী পরীক্ষা-২০২৩ এর বাংলা প্রশ্ন
  • ২য় পর্ব সমাপনী পরীক্ষার বাংলা ব্যাকরণ প্রশ্ন ২০২৩

1 উত্তর

0 টি ভোট
করেছেন (525 পয়েন্ট)

২য় পর্ব সমাপনী পরীক্ষা-২০২৩


বিষয় : বাংলা-২ (২০২২ প্রবিধান) (বিষয় কোডঃ ২৫৭২১)


সময় : ৩ ঘন্টা


# ক ও খ বিভাগের সকল প্রশ্নের এবং গ-বিভাগ হতে যে-কোনো ৫(পাঁচ) টি প্রশ্নের উত্তর দাও।

পূর্ণমান: ৬০.


" ক" বিভাগ (মান : ১০ = ১০)


১। ভাষা কাকে বলে?

২। 'যোগরূঢ়' শব্দ কী?

৩। 'চর্যাপদ' কে আবিষ্কার করেন ?

81 মহাপ্রাণ ধ্বনি কী ? উদাহরণ দাও।

৫।  মানপত্র কী?

৬। আনুনাসিক স্বরধ্বনি বলতে কী বোঝায় ?

৭। জটিল বাক্য কাকে বলে ?

৮। 'অপিনিহিত' কী?

৯। সাধুভাষা বলতে কী বোঝায় ?

১০। ব্যক্তিগত পত্রে কয়টি অংশ থাকে ?


"খ'- বিভাগ (মান : ২ x ১০ = 20 )


১১। "গোরু আকাশে ওড়ে এটি সার্থক বাক্য নয় কেন ?

১২। সাধু ও চলিত রীতির মাঝে তিনটি পার্থক্য লেখ।

১৩। শুদ্ধ করে লেখ : পৈত্রিক, ইতি পূর্বে, কেবলমাত্র, মনযোগ।

১৪।  ধ্বনি ও বর্ণের মাঝে দুটি পার্থক্য লেখ।

১৫। সমার্থক শব্দ লেখ ( দুটি কর):- চোখ, পাখি।

১৬. পারিভাষিক শব্দ লেখ:- Academic year, Act, cabinet, file.

১৭। বাক্য পরিবর্তন করঃ

সে চেষ্টা করেনি, তাই বার্থ হয়েছে (সরল),

 বিদ্বান হলেও তাঁর অহংকার নেই (জটিল)

১৮। অর্থসহ বাক্য রচনা কর:- সুখের পায়রা, কপাল ফেরা।

১৯। 'ণ'-ত্ব বিধানের চারটি নিয়ম উদাহরণ সহ লেখ।

২০। এক কথার প্রকাশ কর ময়ূরের ডাক, যা বলার যোগ্য নয়।


"গ"-বিভাগ (মান : ৬ × ৫ = ৩০)


২১। বাক্য কাকে বলে ? একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

২২। ভাব সম্প্রসারণ কর : কীর্তিমানের মৃত্যু নেই।

২৩। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী পদে চাকরির জন্য একটি আবেদনপত্র রচনা কর।

২৪। বন্ধুর মায়ের মৃত্যুতে তাকে সান্ত্বনা জানিয়ে একটি ই-মেইল রচনা কর?

২৫। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে একজন বক্তা হিসেবে তোমার ভাষণ প্রস্তুত কর?

২৬। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা'-এ শিরোনামে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা কর।

Ask2Ans এ আপনাকে সুস্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং Ask2An অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পাবেন। এখান থেকে যেমন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তেমনিই এটি ব্যবহার করে আপনার জ্ঞান দিয়ে অপরকে সহায়তা করতে পারবেন। জ্ঞানার্জনের অন্যতম বাংলা প্লাটফর্ম হলো Ask2Ans, আমাদের সাথে থাকুন জ্ঞানঅর্জন করুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 49 বার প্রদর্শিত
06 ডিসেম্বর 2023 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 82 বার প্রদর্শিত
05 ফেব্রুয়ারি "বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 69 বার প্রদর্শিত
02 ফেব্রুয়ারি "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (525 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 75 বার প্রদর্শিত
02 ডিসেম্বর 2023 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasib (569 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 50 বার প্রদর্শিত
...